Back

👉​ কোর্স ফি অগ্রীম পরিশোধ যোগ্য, ভর্তি বাতিল যোগ্য নয় ও কোর্স ফি অফেরত যোগ্য।
👉​ নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হতে হবে।
👉​ ক্লাস চলাকালীন সময়ে মোবাইল বন্ধ রাখতে হবে।
👉​ ক্লাসের লেকচার নিজ দ্বায়িতে লিখে নিতে হবে।
👉​ নোটবুক খাতা ব্যতিত ক্লাস নেওয়া হবে না।
👉​ একটানা ৩টি ক্লাসে অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল হবে।
👉​ যে কোন বিষয় বুঝতে সমস্যা হলে প্রশিক্ষকে জানাতে হবে।
👉​ যে কোন অভিযোগ কর্তৃপক্ষকে জানাতে হবে।
👉​ অনুগ্রহ করে অন্যদেরকে বিরক্ত করা থেকে বিরত থাকতে হবে।
👉​ JSC, SSC, HSC পরীক্ষার যে কোন কাগজ জমা দিতে হবে।
👉​ পাসপোর্ট সাইজের দুই (২) কপি রঙ্গিন ছবি জমা দিতে হবে।
👉​ কোর্স ফি পরিশোধে কোন প্রকার অনুরোধ গ্রহণ যোগ্য নয়।
👉​ কোস ফি সম্পর্ূণ পরিশোধ না করে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
👉​ নামের বানানের ক্ষেত্রে কোন প্রকার ভুল থাকলে রেজিষ্ট্রেশনের পূর্বে জানাতে হবে।
👉​ বোর্ড পরীক্ষা দিয়ে পাশ করিতে না পারিলে সার্টিটিফিকেট ইস্যু করা সম্ভব নয়।
👉​ ক্লাসের সময় পরিবর্তনের জন্য ১ সপ্তাহআগে জানাতে হবে।
👉​ ভর্তির তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।
👉​ ক্লাস সময় ১ ঘণ্টা তবে পরবর্তী স্টুডেন্ট আসা পর্যন্ত বসতে পারবেন।
👉​ ফরমে লিখিত নম্বর পরিবর্তন করিতে চাইলে অফিস কর্তিৃপক্ষকে জানাতে হবে।
👉​ সপ্তাহে ৬ দিন ক্লাস নেওয়া হবে, কোর্সের ক্লাস শেষ হয়ে গেলে প্যাকটিসের জন্য ৩ দিন করে আসতে হবে।
👉​ ৩ মাসে ৪৪ টি ক্লাস, ৬ মাসে ৬০ টি ক্লাস হবে।